এই ধুলাশরীর নিয়ে একাকী দাঁড়িয়ে আছি শূন্য পৃথিবীর ক্রোড়ে তারাভেজা রাতের ক্ষীণ আলোয় ক্ষয়ে যায় ঘুমের রেণু অসুখের পৃষ্ঠাঙ্ক দেখে ক্রমে এপাশ থেকে ওপাশ ফেরে মহাকাশ দাঁড়িয়ে দেখি কীভাবে জেগে থাকে মানুষ তন্…
জ্যোৎস্না পরা মেয়ের মত দাঁড়িয়ে আছে নারকেল গাছ। কোজাগরি চাঁদ। মেদহীন আকাশ। সদ্য বিবাহিতা টুকটুকে বৌয়ের পিঠের মত ধবধবে উঠোন। আলোছায়াময়। মোহাতুর। সুপোরি, নারকেল, আম গাছেরা এঁকে দিচ্ছে আলোকচিত্র। টি…