শান্তি এক মায়ার উড়ালপুল তরপর অপ্রতিরোধ্য বকবকানিতে অংশ নেয় সিয়ানা ; লোমকূপের অন্দরে স্থাপন করে নর্ম রেফারেন্স টেস্ট। কি বিষণ্ণ জীবন মাইরি-কোনো হোপ নেই! পাশের রুমের মহিলা কেকিয়ে ওঠেন, থাম আমি ত…
পা রাখলেই খুলে যাবে বিশাল রাস্তা ঝাঁকে ঝাঁকে উড়ে যেতে পারে পাখিদল- শরীরের কাঁটাতার বেয়ে ঘুমের মতো বেঁচে থাকতে পারে হাজার রিফিউজীলতা বাস এসে এইমুহূর্তে একজন মহিলাকে থেঁতলে গেলো, এই লেখাটা লিখতে লিখতেই…
লিখেছেন জেরী চন্দ আমরা তিনজন সেই কবে থেকে দিব্যি আছি আমাদের মধ্যে নেই কোনো অস্থিরতা নেই কোনো কাটাতার মাইলের পর মাইল দূরত্ব ঘনিয়ে আসে অথচ দেখো আমাদের কারো পায়ে'ই এতটুকু কাঁদা নেই চলে…