শিল্প এমনই এক বিষয় যা অন্তর থেকেই সৃষ্টি হয়ে আসে। শিল্প এবং শিল্পী এর মধ্যে কোথাও যেনো থাকে এক সুপ্ত ইচ্ছের বহি:প্রকাশ। প্রতিটি মানুষেরই কোনো না কোনো সুপ্ত ইচ্ছে থাকে। আর সেই সুপ্ত ইচ্ছের যখন অনেক বেশি মাত্রায় বহি:প্রকাশ ঘটে তখনই যেনো খুঁজে পাওয়া যায় অনেক শিল্পীদের এমন প্রতিভাকে যা এই সমাজের এক সম্পদও বলা যেতেই পারে। হ্যাঁ, শিল্পীদের ত সমাজের সম্পদ বলা যেতেই পারে।
সমাজ ত তৈরি হয় সমাজের বিভিন্ন কার্যক্রমের এক বহি:প্রকাশের আঙ্গিক হিসেবে। আর যেসব প্রকৃত শিল্পীরা তাদের অন্তরের প্রকৃত প্রতিভা থেকে সমাজকে আলোকিত করে তারা কি তাহলে সমাজের সম্পদ নয় কি! তারা ত সমাজের এক প্রজ্জ্বলিত সম্পদ। সমাজের আলোয় তাদের প্রতিভাকে আরও সুদূরপ্রসারী করার জন্য অনেক ক্ষেত্রেই তাদের অনেক কিছুরই সম্মুখীন হতে হয়, কিন্তু প্রকৃত শিল্পীরা কখনোই ময়দান ছেড়ে যায় না এবং তাদের শিল্পসত্ত্বাকে কখনো ধূলিসাৎও হতে দেয়না। কারণ শিল্পীদের তাদের শিল্পের প্রতি ভালোবাসা কিন্তু এক অসীম ভালোবাসা। যে ভালোবাসার কোনো সমাপ্তি নেই। সমাজের বিভিন্ন ঘটনায় জেগে ওঠে শিল্পীদের এক একটি শিল্পের জোয়ারের বহি:প্রকাশ। আসলে শিল্পীরা এই পৃথিবীতে আসেই তাদের শিল্পের কাজের মাধ্যমে সমাজে এক একটি ইতিহাস তৈরি করতে।
1 মন্তব্যসমূহ
প্রিয় তনুশ্রী ম্যাম, আপনি আমার সাথে যোগাযোগ করুন। কিছু দরকার রয়েছে। 8927945936 এই নাম্বারে WhatsApp করুন আমাকে
উত্তরমুছুন