সমাজের সামাজিক বিবর্তন -তনুশ্রী গুহ

সমাজ, যেখানে মানুষ গড়ে তোলে সামাজিক সম্পর্ক। প্রাকৃতিক নির্বাচন, বিবর্তন, সামাজিক কার্যকলাপ সবকিছুই সমাজের বিবর্তনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। মানুষের কার্যকলাপের ওপরও বিবর্তন হয় সমাজের বিভিন্ন চিত্রের। মানুষ হলো সামাজিক জীব। আজ থেকে কয়েক বছর আগে সমাজের চিত্র এবং বর্তমান সময়ের সমাজের চিত্রের মধ্যে বহু ক্ষেত্রে পরিবর্তন ও বিবর্তন বর্তমান। মানুষের চিন্তাধারার বিকাশ, পরিবর্তন সবকিছুর ওপরই কিন্তু তাদের সামাজিক কার্যকলাপ, প্রাকৃতিক নির্বাচনের বহু অংশ নির্ভর করে। সামাজিক ডারউইনবাদ তথা ডারউইন তার নিজের চিন্তাভাবনাতেও সমাজের বিবর্তন নিয়ে অনেক কথাও বলে গেছিলেন। ডারউইন তার মতবাদে দেখিয়েছিলেন যে, সামাজিক প্রবৃত্তিগুলো যেমন সহানুভূতি নৈতিক অনুভূতি গুলিও প্রাকৃতিক নির্বাচনের মধ্য দিয়ে বিবর্তিত হয়েছে। সমাজের বিবর্তন সমাজের পরিবর্তনের যা এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত এবং যার ওপর অনেকাংশে নির্ভর করে সমাজের চিত্রের প্রসার।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ