তুমি আমার ভালোবাসা,
আমার মনের দর্পণ।।
তোমার অনুরাগের সোহাগে,
হয়েছে আমার ভালোবাসার প্রতিফলন।।
আমি কাব্যিক ভালোবাসার কবি,
আর, তুমি আমার ভালোবাসার কলম।।
তোমার কথা যখন ভাবতে থাকি আমার মনের গহনে,
খুঁজে পাই এক ভালোবাসার কাব্য ভালোবাসার সাগরে।।
তুমি আমার কাব্যিক ভালোবাসা,
আর আমি এক আকাশের নীচে ভালোবাসার কবি।।
জীবন এক ভালোবাসার কাব্য,
আর আমি এক ভালোবাসার কবি।।
0 মন্তব্যসমূহ