জানি ভালবাসায় খুব অভিমান হয়,
তাইতো এক নীরব নদীর মতোই জমে থাকে ভালবাসার গল্প।।
হয়ত এক অভিমানী প্রান্তে আমি আর তুমি,
চেয়ে আছি আমাদের গল্পের চোখের পলকের সংকল্পে।।
তুমি আমার অভিমান, আর তুমিও ত আমার ভালবাসা,
তুমি আমার অন্তহীন আবেগের এক তৃষাতুর আশা।।
আমি তোমার মনের গহনে রেখেছি আমার ভালবাসার কাব্য,
তুমি যে আমার নীরব ভালবাসা, আমার জীবনের হৃদস্পন্দনের ভবিতব্য।।
0 মন্তব্যসমূহ