ভালবাসা কাকে বলে - তনুশ্রী গুহ

ভালবাসা! সে ত এক অসমাপ্ত গল্প,
আসলে ভালবাসার কোনোদিন সমাপ্তি হয়না।

কেউ ভালবেসে হয় কবি,
কেউবা ভালবেসে হয় সূর্যের এক প্রতিকীরূপে রহস্যের রবি।

ভালবাসা! সে ত এক সূর্যকিরণের মতোই,
ভালবেসে নিজে জ্বলে গেলেও ভালবাসার মানুষকে ভালবাসার অফুরন্ত সৌরভ দিয়ে যায়।

সত্যিকারের ভালবাসার নেই কোনো সমাপ্তি,
কারণ ভালবাসা যে ফিরে আসে কোনো না কোনো কাব্যের দেশে।

ভালবাসার গল্পে হার-জিত বলে নেই কোনো গল্প,
কারণ অসমাপ্ত ভালবাসাই ভালবাসার বিকল্প।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ