কিছু অনুভূতি চোখের ভাষা ছাড়া প্রকাশ করা যায়না,
ভালোবাসা মনের গহনে বয়ে যায়।
অনুভূতির দরজায় ধরা দেয় চূড়ান্ত ভালোবাসা,
কিছু উপলব্ধি আকুলতায় পরিপূর্ণ থেকে যায় ।
যখন অনুভূতির সীমা হয়ে যায় প্রখর,
আবেগের তাপে জেগে ওঠে হৃদয়ে ভালোবাসার প্রহর।
এক আকাশের নীচে এক কাব্য,
এক কোহিনূর হয়তো আবেগের ভবিতব্য।
তুমি এক রুপকথার গল্পের মতো,
আমার অনুভূত অনুভূতির লেখনী তুমি।
অনেকটা অজানা মনের চূড়ান্ত ভালোবাসার দর্পণ,
তুমি আমার জীবনের ভালোবাসার অনুভূত কথা।
তুমি আমার কবিতায় আমার হৃদয়ের আবেগ ও ভালোবাসার প্রতিফলন,
তুমি ভালোবাসা দিয়ে ঘেরা আমার জীবনের এক অন্তহীন অনুভূতির অধ্যায়।।
0 মন্তব্যসমূহ