
তারাদের গল্প আমাদের অপ্রকাশিত গল্পের বিকল্প,
আমরা যা বলতে অক্ষম, তারারা সেই ভাবনার নতুন এক দৃষ্টান্ত।
ওরাও কারোর গল্পের মুখ্য চরিত্র,
কখনো বা শিউলি ফুলের এক ভবিতব্য।
মেঘ যখন আসে গর্জনের ভঙ্গিমায়,
তারারা তখন আড়াল হয়ে যায় ভালো রাখার আঙিনায়।
সর্বদা তারার দৃষ্টি প্রেমরসের সুপ্ততাপে,
প্রেম এক কাব্যরস- তারাদেরও প্রেমের কাব্যে।
মোহ যখন আভাস দেয়- আহুতির পূর্ব লগ্নে,
তারাদের প্রেম আজ ভীষণ মায়াজালের স্বপ্নে।
প্রেম কি- জানো?
হ্যাঁ, যা তারাদের কাছ থেকে আপ্লুত রস পান করার জোগান দেয়, তাই আজ প্রেমময়ের সংজ্ঞা।
আমি আজও সেই প্রেমের অপেক্ষায়-
যা হবে তারাদের মতোই প্রজ্জ্বলতার স্বমহিমায়।
0 মন্তব্যসমূহ