ভালবাসা ত মনের সবচেয়ে অনুভূত অনুভূতি,
ভালো রাখাই ত ভালবাসার প্রকৃত কর্তব্য।
সত্যিকারের ভালবাসা চায়না কোনো চাওয়া-পাওয়ার হিসেব,
ভালবাসার মানুষকে ভালো রাখার জন্য দূরে সরে যেতেও থাকে প্রস্তুত।
সব অনুভূতি হয়ত প্রকাশ করা যায়না,
তাই সৃষ্টি হয় কবির কাব্যের মেলা।
আজ মনের জাগরণে জেগে ওঠে না বলা কথার সুপ্ত নদীর স্রোত,
মনের ভালবাসা তাই আজ প্রবাহিত ভালবাসার মানুষকে ভালো রাখার ডায়েরির উপন্যাসে।
হয়ত এরই নাম ভালবাসা, এক আলাদা কাব্য,
ভালো থেকো তুমি এই হোক আমার কাব্যের ভবিতব্য।।
0 মন্তব্যসমূহ