চোখের পলকেই ত ভালোবাসার কত আবেগপ্রবণ কথা জেগে ওঠে,
চোখের দিকে তাকালে হৃদয়ের অনুভূতির প্রতিচ্ছবি প্রতিফলিত হয়।
তুমি যখনই তাকাবে আমার চোখের দিকে,
আমার চোখের পলকে খুঁজে পাবে শুধু তোমারই নাম।
তুমি আমার কাছে আমার ভালোবাসার গল্পেরই ত উপন্যাস,
তোমার আমার গল্প যে এক আকাশের নীচে বন্ধনের পরশের দর্পণ।
তুমি আমার কবিতার সোহাগের কলম,
আমি তোমার মধ্যেই পাই আমার কবিতার প্রতিফলন।
তুমি চিরকাল আমার মনের অনুভূত গহনে রবে,
ভালোবাসার উপন্যাসে চোখের পলকে আমাদের আবার দেখা হবে।।
0 মন্তব্যসমূহ