ভালোবাসা মানে তোমার আমার সেই প্রথম দেখা,
গল্পের মাধ্যমে আলাদা অনুভূতির জাগরণ।
ভালোবাসা মনের সবচেয়ে আলাদা অনুভূতি,
যা হৃদয়ের পরশের সুপ্ত আচেঁও এক আলাদা মায়ায় জাগরিত থাকে।
ভালোবাসা মানে শুধুই চাওয়া পাওয়ার হিসেব নয়,
ভালোবাসা মানে বন্ধনের এক আলাদা জোয়ার।
ভালোবাসায় থাকে শুধুই ভালোরাখার কুঞ্জবন,
চোখের দিকে তাকালে জেগে ওঠে ভালোবাসার মানুষের প্রতিচ্ছবি।
ভালোবাসা এক আলাদা আবেগ,
ভালোবাসায় মন চায় না কোনো বিরহ।
ভালোবাসা মানে ভালোবাসার মানুষের চোখের পলক দেখার জন্য আকুলতা,
অনেক অনুভূতি খুব গভীর হয়, তাই ভালোবাসার স্ফুলিঙ্গের চাওয়া লেখনীর কলমে উপন্যাসে পরিণত হয়।
0 মন্তব্যসমূহ