প্রথম সেই দেখা - তনুশ্রী গুহ


আজও মনে আছে তোমার আমার প্রথম সেই দেখা,
পেয়েছিলাম ভালোবাসার চিঠির ঠিকানা।
কুঞ্জবনের সোপানের দর্পণ আমাদের আপ্লুত মনের এক পরীক্ষা নিয়েছিল,
আর আমি তখন কলমের কাহিনীতে তোমায় নিয়ে এক উপন্যাসের সারাংশ লিখছিলাম।
ভূমিকা যখন আপাতদৃষ্টিতে খুঁজছিলো গল্পকারের গল্পকে,
অঙ্গীকার তখন আহুতি দিয়েছিল তোমার আমার যৌথ স্বপ্নকে।
তুমি আমার লেখনীর দর্পণ- আমার অন্তহীন আবেগ,
ভালো থেকো সবসময় এই আমার ভাবাবেগ।
অন্তহীন আবেগের কলমের মাত্রা বোঝায় সত্যিকারের ভালোবাসার কাব্য,
তোমার আমার কাব্যিক কাব্যে জীবন আনবে লেখনীর আপ্লুত ভবিতব্য।
তুমি রয়েছো আজীবন আমার স্বপ্নের বাসভবনে,
তুমি সর্বদা রবে হৃদয় জুড়ে আমার ভুবনে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ