তুমি এসেছ বলেই - মণীশ রায়চৌধুরী




তুমি এসেছ বলেই বিজয় মালিয়া ফেরেনি আজও দেশে
তুমি এসেছ বলেই নীরব মোদী অন্তরালে হাসে।

তুমি এসেছ বলেই দেশেতে যে আজ ধর্মের হানাহানি
তুমি এসেছ বলেই মানব রক্ত, সস্তা যেন পানি।

তুমি এসেছ বলেই সুইস থেকে ফেরেনি কালো টাকা
তুমি এসেছ বলেই বুঝতে পারছি বুলিগুলো ছিল ফাঁকা।

তুমি এসেছ বলেই ধনীর ঘরে জমছে টাকার পাহাড়
তুমি এসেছ বলেই গরিবের ঘরে চলছে যে বুলডোজার।

তুমি এসেছ বলেই রাষ্ট্রপুঞ্জে মুখ তোলা আজ দায়
তুমি এসেছ বলেই কৃষক, শ্রমিক, বেকারেরা মার খায়।

তুমি এসেছ বলেই কৃষক, শ্রমিক আত্মহত্যা করে
তুমি এসেছ বলেই ক্ষুধাসূচকে ভারত পিছিয়ে পড়ে।

তুমি এসেছ বলেই আকাশে আঁধার, দুঃস্বপ্নের ঘোর
তুমি এসেছ বলেই বুঝতে পারছি চৌকিদারই চোর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ