মৃত অধ্যায়



দুপাশে ছড়িয়ে পড়েছে একটা তুমি হারানোর বন্যা
অঙ্গ প্রত্যঙ্গ জটিল ধাঁধার ন্যায় শক্ত হচ্ছে ক্রমাগত
আমি হারিয়েছি বয়সকে, হারিয়েছি সভ্যতার অলীক পরম্পরাকে
কে বলেছে ওরা গান জানেনা
সমাজ যখন গলা টিপে ধরে, তখন তোমাদের চেতনা থাকে কোথায়
পোক্ত হয়নি বলেই কি সমাপ্ত হয় ভালোবাসার অধ্যায়
নাকি বয়স ছাপ ফেলে যায় প্রতিনিয়ত, জানা নেই
তোমার ডাকনাম ধরে ডাকার আওয়াজ তুমি কি পারবে বন্ধ করতে
আমার কান্নার স্বরে আজও লুকিয়ে আছে তোমার প্রতি গভীর টান
কে বলেছে বয়স তার বুকে ধ্বস নামাবে?
তুমি নিজের পর্যায়ে ঠিক থাকলেই এই পথ পেরিয়ে যাবো
বারবার একটা কথা কেনো বোঝেনা তোমার অবুঝ মন
এক সোনালী যুগ তোমাকে ভালবেসেছি,
এই মৃত্যু অধ্যায় আমার বিনাশের কারণ হয়ে উঠলেও
বুকের ভেতর মরেনি হৃদয়ের সম্মুখে জ্বলতে থাকা প্রদীপ
যার ইন্ধন শুধুই প্রেম।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ