আকাশে ওড়ার সময় পেয়েছে থমকে যাওয়া পেন্সিল
জল পেয়েছে খুব করে বেচেঁ থাকার শক্তি
এমনি করেই তোমারও এসেছিল জোয়ারের সময়
পূর্ণিমার রাতে জলের মতো স্বচ্ছ হয়েছ তুমি
হয়েছ অকালবৈশখির তেজ মিশ্রিত হাওয়া,
অবশেষে থমকে গেছে তেত্রিশ বছরের স্রোত
মরুভূমি রঙ বদলায়, আকাশ তোমায় খোঁজে
তুমি তো দিব্যি ছিলে
চালে ডালে পাতা সংসার
সংসার নাকি বৈরাগ্য, কি দোষ হয় ছেরা পাতার?
আমার জন্য একখানি সিঁদুরে ঢাকা মেঘ এনো
লুকোচুরি খেলার সময় মাঠ পেরিয়ে ভুলে যাওয়া সেই প্রজাপতি এনো
কবে থেকে শোষণের কালো কাঠ আমার গার্হস্থ্য
দেখিনি তোমায়, একযুগ সঙ্গবিহীন উদাম নৃত্য করলো
তবুও কালচিত্র আঁকিবুকি করে সারাটাদিন
আমি বলি, থেমে যা ওরা নেই
এক বছর হলো তারা মারা গেছে দূরের দেশে।।
0 মন্তব্যসমূহ