আমাকে কেউ মারছে প্রতিদিন
আবছা অন্ধকারে দমবন্ধ হিমঘরের কব্জা হয়ে যায় বন্ধ
হটাৎ উদয় হয় একরাশ বিরক্তি মেশানো চিৎকার সাথে অভিশপ্ত লাঞ্ছনা
আমাকে ওরা প্রতিরাতে কবর দেয়
চিতার আগুন জ্বালিয়ে দিয়ে তাৎক্ষণিক শবদাহ করেও যায়না ওরা
থেমে থাকে মস্তিষ্কের প্রতিটি কোষে
হাজার বছর আটকে আছি এই মৃত্যু উপত্যকায়
একবারটি সুযোগ পেয়েও হটাৎ হারিয়ে গেলো
সে আর এলো না, সেভাবেই এগিয়ে গেলো
দমবন্ধ কুড়েঘরে আমার রোজ ফাঁসি হয়
কেরোসিনের ছোঁয়াচে আগুন জ্বলছে দিবারাত্র
আমার মৃত্যু হয় প্রতিদিন
প্রতিদিন আমাকে ওরা কবর দেয়।।
1 মন্তব্যসমূহ
❤❤
উত্তরমুছুন