তবুও ভালো থাকতে হবে অজানা ভীড়ে।
ভালোবেসেছি কতটা জানা নেই,
তবে ভালো রাখতে চাই মনের পাহাড়ে।
ভালো রাখা, ভালোবাসা,
আজ আর নেই কোনো প্রত্যাশা।
মনের আঙিনায় হারিয়ে গেছে,
চাওয়া পাওয়ার হিসেবের ভাষা।
আজ মনের সুপ্ত ইচ্ছে,
জাগরিত হচ্ছে উষ্ণ আঁচে।
তাইতো আজ ভাবনাগুলি,
চোখের পলকে মিশে গেছে।
হয়ত এরই নাম জীবন,
এক অজানা উপন্যাস গঠন করেছে।
মনের কনককোঠা আজও বলে চলেছে,
নাই বা হোক দেখা তবুও ভালো থেকো এক আকাশের নীচে।।
0 মন্তব্যসমূহ