মনের জগতে পাই তোমারই আহুতির আভাস,
আমি সেই ভালবাসার স্ফুলিঙ্গের মায়ার বাতাস।
তোমার অপেক্ষায় আলোকিত আমার প্রজ্জ্বলতার অগ্নিশিখা,
ভালবাসার অপেক্ষা যেনো আজ বারুদের তেজে প্রস্ফুটিত।
কি করে বলি মনকে আমি তোমার অপেক্ষায় আচ্ছন্ন?
আমি চেয়ে আছি তোমার আমার ভালবাসার গল্পের অপেক্ষায়।
স্নিগ্ধ সুষমায় ভরা অনুভূতি তোমার নামই খোঁজে,
মনের প্রান্ত তোমার ছবিই দেখে।
ভালবাসা ভালবাসে সেই হৃদয়কেই,
যেই হৃদয় থেকে শব্দ শোনা যায়- 'ভালবাসি আমি যে তোমায়'।
0 মন্তব্যসমূহ