অনুভূতি আজ এক মায়ার স্নিগ্ধতায় আবদ্ধ,
হৃদমাঝারে এক অভিমানের বন্ধনে কম্পিত।
অভিমানী মনকে বোঝানো খুব কঠিন,
অনুভূতির কুঞ্জবন যখন হয়ে যায় বিলীন।
হৃদয়ের আবেগ যেনো আজ কথা বলে তড়িৎ চৌম্বকীয় প্রবাহের মতো,
অভিমানে জমে আছে অভিমানী মনের আবেগ কত কত!
অনুভবের তীব্রতা আজ আবেগের সোহাগি,
মন ত আজও সেই রুপকথার গল্পের ন্যায় আবেগি।
সময়ের আহুতি যেনো এক চিরন্তন গল্পের এক নব ভেলা,
অভিমানী মন চেয়েছিল ভালবাসা, চায়নি কোনো অবহেলা।।
0 মন্তব্যসমূহ