আমি বহুবার বহুধরনের বৃষ্টি দেখেছি শুধু বর্ষাকালের বৃষ্টি নয়,
শরৎ, হেমন্ত ,শীত ও বসন্ত এমনকি
সারাদিন প্রখর রোদের মাঝে বিকেলের সূর্যাস্তের আগে এক ফোঁটা বৃষ্টি আমি দেখেছি,
আমি মৌসুমী বায়ুর প্রভাবে খামখেয়ালি বৃষ্টির অনেকবার সম্মুখীন হয়েছি,
বিকেলে খেলতে খেলতে ভিজে গেছি বহুবার আমি আমার খেলার সাথীরা বাড়ি ফিরে এসেছি,
হঠাৎ কোথাও কিছু নেই দমকা হাওয়া তারপর অঝোর বৃষ্টি আমি দেখেছি,
স্টেশনের পাশে মৃত মায়ের কাছে তিন বছরের শিশুর চোখে অঝোর বৃষ্টি দেখেছি,
মানুষ মানুষের তীব্র লড়াইয়ে মায়ের চোখের বৃষ্টি দেখেছি,
প্রেমিকার চোখে প্রেমিকের ফিরে আসার আকুতির জন্য তীব্র বৃষ্টি দেখেছি,
আমি বৃদ্ধ মা বাবার চোখে স্মৃতিবিজড়িত বৃষ্টি দেখেছি,
আমি অনেকবার অনেক ধরনের বৃষ্টি দেখেছি
তবে এই বৃষ্টি ঠিক যেন অন্যরকম,
বিশ্বাস হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণা বুকে চার দেওয়ালের মধ্যে অজস্র বৃষ্টি,
কিন্তু কোথাও ছাদ ফোটা নেই ,জানালা খোলা নেই, আকাশের মেঘ দেখে বাড়ির বিছানায় বালিশ ভিজে যাওয়ার নিঃশব্দে অঝোর বৃষ্টি..
0 মন্তব্যসমূহ