তোমার সাথে প্রথম দেখাই হয়ত আজ স্মৃতির ক্যানভাসের প্রথম পাতা,
আমি এক চির বিলীন মহিমায় আচ্ছন্ন আকাশের তারাদের মতোই।
আজও মনে আছে সেই প্রথম দেখা, তোমার সেই প্রথম কথা; যেনো এক রামধনুর ছটার মতোই,
আমি আজ এক ধূলিকণার ছিদ্রপথের সমাপ্ত গল্পের আহুতির ভেলা।
জানিনা কোথায় আজ তোমার সেই অনুভূতি! কোথায় আজ তোমার সেই আবেগি ভালোবাসা!
হয়ত এরই নাম জীবন, এক সুপ্ততাপের স্বরুপ নিদ্রাবিহীন আশা।
আমি আজ এক কাব্যিক লেখনীর অনুভবে খুঁজি তোমার উপস্থিতি,
আমার লেখনীর অনুভূতিতে দেখি তোমার সব স্মৃতি।
কাব্য আজ মায়ার বন্ধনে এক আপ্লূত কলমের দিশারি,
আমি আজও পথ চেয়ে আছি তোমার ফিরে আসার অপেক্ষায়।
জীবনে হারিয়ে যায় প্রতিশ্রুতি, হারিয়ে যায় অনুভূতি,
না-ই বা এলে তুমি, আমার মনের গহনেই থাকুক আজীবন তোমার স্মৃতি।
0 মন্তব্যসমূহ