একটা উড়ন্ত চিল হঠাৎ করে এসে ভালোবেসে ডুব দেয় এক মানুষের অন্তরে
সেখানে অনেক ধোঁয়া
শ্বাস নিতে কষ্ট হয় চিলের। চিল তবু ডুব দিতে থাকে
ভেতরে ভেতরে অনেক ভেতরে যেখানে
মরা গরু ও ছাগল
ও মাছ ও ব্যাঙেরা বাস করে
সেখানে চিলের খুব ঘুম পায়।
সে যখন ঘুমিয়ে পড়ে
একটা কুকুর এসে তার গালে চুমু খেয়ে চলে যায়...
চলে চায়...
2 মন্তব্যসমূহ
খুব ভালো
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন