ফাগুনের কথা মনে আছে প্রিয়,
যে ফাগুনে দুজন মুখোমুখি
বুকে আগুন দুরন্ত জ্বলছে,
দুজনেই সেই রাস্তার পাশে দাঁড়িয়ে
দুই একটি কথা ,তারপর পুরো নিস্তব্ধতা
যেন মনে হল কোলাহল পূর্ণ রাস্তায়
কিছুটা সময় যেন হঠাৎ থেমে গেল,
চারিদিকে সেই মুহূর্তে নীরবতা ।।
তারপর তুমি বললে আমি ,আসি
আমি থমকে বললাম যাও ..
তা শুনে তুমি চলে গেলে ঠিকই
আমি কিন্তু অপেক্ষা করছিলাম...
তোমার ফিরে আসার।।
তারপর তুমি মিলিয়ে গেলে পথের বাঁকে
আমি ঘুরে নিলাম নিজেকে পথের বীপরীতে,
কত পলাশ তখন ঝরে পড়েছিল পথে
মারিয়ে গেলাম একটু দীর্ঘশ্বাস ফেলে ...।।
0 মন্তব্যসমূহ