চশমা
চশমা কিন্তু ততোধিক দেখা নয়
অন্য রূটের নাম নয় রংরূট
তুমি যদি দূর তলানিতে চোখ রাখ
অন্য দেখায় সম্মত কম লোকই
কথা চালাচালি থামবে না তাই বলে
পিঠে পিঠে খুঁড়ে শাঁসতক রাখ চোখ
চশমা তোমার অন্য পাওয়ারে কানা
বোধিটুকুতেই শান দিও দিন রাত
আমিত্ব সংলাপ
এক গল্প দুবারের বেশি খাওয়ানো যায় না
বিশেষত সে যদি একার দোকার
বিশেষত যদি কেবল আমি আমি ঢাকের বোল
ছড়িয়ে যায় শরৎ আসি আসি মেঘের সিল্যুয়েটে
হঠাৎ বৃষ্টির তবু মানে আছে কফি মগে লেগে যায় বিঘৎ ফাটল
দূর দেশের তারাটি ঠিকানা ভুলে গেলে আপন সন্ধ্যামালতীর ঝাড় ঘেঁষে নামা সন্ধ্যা
ঝাঁ চকচকে বিহ্বলতা থেকে কয়েক টানে হোমলি ফিলিং
0 মন্তব্যসমূহ