এই ধুলাশরীর নিয়ে
একাকী দাঁড়িয়ে আছি
শূন্য পৃথিবীর ক্রোড়ে
তারাভেজা রাতের ক্ষীণ আলোয়
ক্ষয়ে যায় ঘুমের রেণু
অসুখের পৃষ্ঠাঙ্ক দেখে
ক্রমে এপাশ থেকে ওপাশ ফেরে মহাকাশ
দাঁড়িয়ে দেখি
কীভাবে জেগে থাকে মানুষ
তন্দ্রাতুর বিছানার গায়ে
এই ধুলাশরীর নিয়ে
একাকী দাঁড়িয়ে আছি
শূন্য পৃথিবীর ক্রোড়ে
তারাভেজা রাতের ক্ষীণ আলোয়
ক্ষয়ে যায় ঘুমের রেণু
অসুখের পৃষ্ঠাঙ্ক দেখে
ক্রমে এপাশ থেকে ওপাশ ফেরে মহাকাশ
দাঁড়িয়ে দেখি
কীভাবে জেগে থাকে মানুষ
তন্দ্রাতুর বিছানার গায়ে
0 মন্তব্যসমূহ