যাকিছু সুব্রত
যাকিছু সুব্রত যাকিছু
শুশ্রূষার, সবই তুমি, তোমার
হ্যাংলা হয়ে যাচ্ছি
হ্যাংলা হয়ে যাচ্ছে সমূল
সংকেত
কাতরতা অনিমেষ অন্ধকার
তবু, ধাবমান স্রোত পেলবতা আনে
যুক্তিহীন দাঁড়ায় এসে
অন্তিম উল্লাস!
যাকিছু অলোপ যাকিছু
অব্যপ্ত এসবই তুমি, তোমার
আমি শুধু অবিধৌত ব্যাপক বিনাশ...!
২০/০৬/২০২১
নির্লিপ্ত মল্লার
মুগ্ধতা খেয়ে নিয়েছে হাঁস
জুড়ে দিয়েছে তারকাটা
অন্ধকার
স্বস্তি যেন নিমাই সন্ন্যাস
গল্পের আসরে আষাঢ়ী ধুন
আমাদের বাড়িগুলো
ছায়াহীন অলোক সান্ন্যাল
বেদনা নেই যেন ফুটে আছে আহৃত তড়িৎ
শুশ্রূষাও নেই, ঘরে ঘরে
নির্লিপ্ত মল্লার!
0 মন্তব্যসমূহ