এক জনমের ভালোবাসা
আমার সর্বস্ব দিয়ে যে নাম লিখেছিলাম
আজ তার কোন অর্থ হয় না
কিন্তু সে নাম উচ্চারণ করলেই
বাতাস শীতল হয়ে যায়
হৃদয়ের সবটুকু ব্যকুলতা
মহাসমুদ্রের কোলাহল নিয়ে নিশ্চুপ হয়ে যায়।
পৃথিবীর সব জল
সবটুকু রঙ তোমার আলপনায় ঢেলে
অবশেষে ফিরে আসি আকাশের তলে
তুমি ক্লান্তির মতো বেড়ে উঠা মেদ
ভেঙে পড়া মেঘের মতো
আমার শুধু নিস্ফল ক্রন্দন....
প্রতিদিন ভুল করে খোলে রাখি দুয়ার
মিথ্যে করে হলেও এসে বলে যেও
একজনমে ভালোবাসার হয়না মরন।
কয়েনের কুকুর
ধ্বংসপ্রাপ্ত শহরের এক হাত উপরে
ভেসে বেড়ায় কালো কালো আত্মারা
রোজ রাতে তারা জেগে উঠে সকালে
এবং পাপের গন্ধ বিলিয়ে
মিলিয়ে যায় ছায়াতলে।
অতীতের ক্রোধ থেকে কয়েনের কুকুর
কানে-কানে পাঠ করে যায়
প্রাক্তন মুদ্রার মরিচা পড়া মুখ।
সবকিছু দিয়ে মৃত্যু নিয়ে ঘরে ফিরে
শতাব্দীর ঠোঁটে বিষ দেওয়া বেড়াল
প্রশ্নের বাঁকা লোহা জাহাজ হয়ে যাত্রা করে প্রতিশোধ প্রবন ভবিষ্যত।
কারও কারও ভাগ্যরেখায় লেখা থাকে
নবজন্মের পুনঃ ইতিহাস।
0 মন্তব্যসমূহ