সমুদ্র
সমুদ্রের তীরে বসে আছে।
এদিক
ওদিক
দুই দিকেই দুর্নিবার ঢেউ।
মগ্ন চৈতন্যনীলে
জীবনের সব লবনের দানা মিশে যেতে
সমুদ্রের জলে ভাসা মাছ ধরা
ডিঙি
পাড়ে ভিড়িয়ে উধাও হয়ে গেলো
নুলিয়া।
জলের
জালে
মহাপ্রাণ চৈতন্য নীলের আভা
ফুটে উঠেছে আকাশে।
ছায়াপথের সঙ্কেতের পাশে
উজ্জ্বল জ্যোতিষ্কের তরঙ্গের চূড়ায়
স্পষ্ট উচ্চারণে
সমুদ্র গর্জন।
0 মন্তব্যসমূহ