
কাগজ-২
কবিচন্দ্র
শব্দকোষে ধাক্কালাগে
ছিটকে পড়ে মুখ-
শক্তকথার জিলিপি হলে
কামড়াতো এ উজবুক!!
স্বাদকোরকে টাটকারুচি
জিভের নীচে আগুন
চল্কে পড়ে শিখার রুপো
গর্জে ওঠে ফাগুন-!!
কিন্তু তবে কোথায় রাখি
জীর্ণ কড়চা কাগজ
হাত সরালেই অন্যবিশ্ব
বদ্ধচিতার মগজ!!
শব্দকোষে ধাক্কালাগে
ছিটকে পড়ে মুখ-
শক্তকথার জিলিপি হলে
কামড়াতো এ উজবুক!!
স্বাদকোরকে টাটকারুচি
জিভের নীচে আগুন
চল্কে পড়ে শিখার রুপো
গর্জে ওঠে ফাগুন-!!
কিন্তু তবে কোথায় রাখি
জীর্ণ কড়চা কাগজ
হাত সরালেই অন্যবিশ্ব
বদ্ধচিতার মগজ!!
এই সময়- ৩
আকাশটাকে খেতে গিয়ে না হয়আজ আমি সংসার খেতে বসি
দস্যু দানাদার আকাল মাছের মতো
মুড়ো পেটি সমেত বাগিয়ে ঘর পুষি
আকাশ ছোট হয়ে আসে চোখের ভূগোলে
বেঘুম নদীর শব্দে কান যায় জ্বলে
গাছেরা থরে থরে মেঘে মেঘে নীল
বরষা চোখের কাজল আভোগী - আঁচিল
তবু যেন মরামাঠে জেগে উঠি রোজ
পরতা ধানের জমি রাকা হয়ে ভোজ
গর্ভমেদিনী ফেটে সীতাকাল ডোবে
লবকুশ হাতযশ পাকমারা ক্ষোভে...
0 মন্তব্যসমূহ