দাগ
সব দাগ টুকে রাখি
সবাই এগিয়ে এসেছে আজ
আমি বধ হব তাদের হাতেই
এইবেলা বনের হাওয়ায়
কিছুক্ষণ বেঁচে নিতে চাই
দেখি কলকাকলিতে প্রান্তর ভেসে যায়।
সাহিত্য ডট ইন
গর্ত
আকাশের সীমানা ঘিরে উৎসব মেজাজ
ব্যস্ত বিকল্প মানুষ—
গর্ত থেকে উঠে দাঁড়াই
তবুও অন্ধকারে গর্তই পুনঃ পুনঃ টানে।
ঘোড়ার উপর ওঠো তুমি
গর্ত থেকে উঠে দাঁড়াই
তবুও অন্ধকারে গর্তই পুনঃ পুনঃ টানে।
সাহিত্য ডট ইন
সমর্পণ
ঘোড়ার উপর ওঠো তুমি
ঘোড়া ছোটাও নারী
আজ থেকে তোমার হাতে
দিলাম তরবারি।
ইঁটের সারির নিচে মৃদু জলাশয়
আমি আর মৎসগন্ধা থাকি
প্রহরে প্রহরে সঙ্গম
বিকেলে চায়ের কাপ হাতে
সান্ধ্য ঢেউয়ে ভিজে যাই আমি
খেলা তবু বৃত্তের পরিধি
দৈনন্দিন সূর্যের হাসিতে গতানুগতিক দিন
গড়াতে গড়াতে নীলাচলে
উড়ে যায় প্রভুর ক্যালেন্ডার
মৃত না জীবিত আমি? হে গল্পের ঈশ্বর!
গলায় পান আঁকা মাদুলি
বিবাহ বার্ষিকী তেইশে ডিসেম্বর!
আজ থেকে তোমার হাতে
দিলাম তরবারি।
সাহিত্য ডট ইন
বৃত্ত
ইঁটের সারির নিচে মৃদু জলাশয়
আমি আর মৎসগন্ধা থাকি
প্রহরে প্রহরে সঙ্গম
বিকেলে চায়ের কাপ হাতে
সান্ধ্য ঢেউয়ে ভিজে যাই আমি
খেলা তবু বৃত্তের পরিধি
দৈনন্দিন সূর্যের হাসিতে গতানুগতিক দিন
গড়াতে গড়াতে নীলাচলে
উড়ে যায় প্রভুর ক্যালেন্ডার
মৃত না জীবিত আমি? হে গল্পের ঈশ্বর!
গলায় পান আঁকা মাদুলি
বিবাহ বার্ষিকী তেইশে ডিসেম্বর!
0 মন্তব্যসমূহ