একদিন,,
বিজ্ঞাপনের মুখোমুখি হবো।
দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো,
এই বিজ্ঞাপন আমার হতে পারে না।
যে বিজ্ঞাপন কথা বলে অক্ষরের।
আমি ভাত চাই।
আমার পেট ভাতের।
অক্ষর খেয়ে আমি বাঁচতে শিখেনি।
আমি অক্ষরের বিজ্ঞাপন চাই না।
যে বিজ্ঞাপন আশা জাগায়, ছোঁয়া যায়না।
যে বিজ্ঞাপনে পেটকে বোঝানো যায়, পেট ভরানো যায় না।
আমার এই বিজ্ঞাপন চাই না।
যে বিজ্ঞাপন যমদূত হিসেবে হাজির হয় কপাটে।
কর্মহরণ করে যুক্তির নিরিখে।
পেট তো আর যুক্তি মানেনা।
নিথর দেহ সাজানো হয় শ্মশানে ও গোরস্থানে।
এই বিজ্ঞাপন আমার হতে পারে না।
যে বিজ্ঞাপনের মুখে এক,পেটে আরেক।
0 মন্তব্যসমূহ