নৃত্যে নৃত্যে বিধঘুটে চাল,টপ্পামাতাল
রাত্র কাটায় ফাড়িতে
সুনামের দামে,নিখুঁত নাকাম
কেউ আসেনা বাড়িতে
জালুকবাড়ির নামকরা সে
পত্নী পেঁদায় খাস্তা
হঠাৎ করে ঘুম আসে তার
মাথায় পেতে রাস্তা
মদ্যপানে অদ্যবধি
টরেটক্কায় মগ্ন
সংসার তাকে দংশায় শুধু
আর কেটে যায় লগ্ন
নেশাটা হয়তো আমার নেই
(তাতে)হামবড়াই এর কি আছে
আমিও জানিনা বুকের ভেতর
নৃতে নৃত্যে কে নাচে
সে হয়তো সেই নাচের মধ্যে
অসীম আকাশ টলিয়েছে
অবিরাম বোবাপাথরকে দিয়ে
মদের সুনাম বলিয়েছে
অবিরাম বোবাপাথরকে দিয়ে
মদের সুনাম বলিয়েছে
অবিরাম বোবাপাথরকে দিয়ে
মদের সুনাম বলিয়েছে
0 মন্তব্যসমূহ