আমার ভুল পরিণত হয় ফুলে
আমার কাজে তোমার সম্পাদনা পেলে
তোমার চোখ রাঙানো শাসন
আমার সঠিক পথ,উত্তম সিংহাসন ।
তুমি চিরদিন ভীষন কঠিন
তুমি চিরকাল রক্ত পানি করে
ঘায়ের ঘাম জড়িয়ে
আমাদের জন্য বুনো স্বপ্নজাল
পরিশ্রম করে ক্লান্ত শরীরে
হাসিমুখে আমাকে দাও নতুন সকাল।
তোমার নামে সব ভয়, দূরীভূত হয়
হয় প্রান সঞ্চার
তুমি সেই বটবৃক্ষ, নিরাপদ আশ্রয় আমার
তুমি প্রতিবাদী কন্ঠ, প্রদীপ জ্বালা পথ
তোমার ত্যাগে গড়া,আমার স্বপ্নমাখা ভবিষ্যৎ।
তুমি বাবা, তুমি আমার কাবা
বাবা তুমি জান্নাত আমার
ভালোবাসায় মোড়ানো দিন
তুমি মানে অপরিশোধিত
আমার এক পৃথিবী ঋণ।
0 মন্তব্যসমূহ