তুমি বিপজ্জনক জেনেও
চোখ বুজে তোমার শরণাপন্ন হই,
তুমি অজস্র চোখ ছেড়ে দাও আমার দিকে,
জানো যখন,
লাঠি ধরে রাস্তা পারাপার হওয়ার আগে
দান করে যাব চোখ, কুঁচকানো ভুরু, চুমু খাওয়া কালচে ঠোঁট।
বাদবাকি যা পড়ে থাকবে আগুনের মত জ্বলবে,
তাতে তুমি আহুতি দেবে দৃষ্টি!
আমার সাথে যারা রাত যাপন করে তাদের প্রত্যেকের সন্দেহের চোখ,
ঘেঁটে দেখে আমার চোখের ভিতর আরো অনেক অন্ধ চোখ।
কি করে আমি তাদের বোঝাই
তুমিই আমার অভীষ্ট ঈশ্বর যার সাথে ভাগ হয়ে গেছে আমার অন্ধত্ব!
0 মন্তব্যসমূহ