শতাব্দীর থেকে প্রেম ধার নিয়ে লিখতে গিয়ে আতকে উঠেছি।
এই শতাব্দীর বুকে গাঢ় অন্ধকার নেমে আসে অচিরেই।
প্রেম লেখার মতো কোনো জ্যোৎস্না নেই।
শুধু খোঁজে পেয়েছি।
কিছু ধর্ষিতার জ্বলন্ত চিতা।
রাজ মুকুটের লড়াইয়ে বেনামি কিছু লাশ।
গোটা কয়েক অন্ন দাতার ঝুলন্ত নিথর দেহ।
তবুও শতাব্দী মুখ ঢেকে এইসব কলঙ্ক নিয়ে বেঁচে আছে।
বেঁচে আছে একটি সংখ্যার নিরিখে-
'একবিংশ'
0 মন্তব্যসমূহ