কবি দেবাশ্রিতা চৌধুরী
ভিজতে চাইনি অনিচ্ছার শ্রাবণে
ভিজতে চাইনি অনিচ্ছার শ্রাবণে
তবু ভেজা হলো আশরীর
ডুবতে যাইনি অগভীর সাগরে
গভীরতা দিলোনা বাড়িয়ে হাত
তাই নোনাজলে আজীবন খোঁজে
মুক্তো ডুবুরি মন খুলে অকারণে
সোনার খাঁচায় প্রহরীর তত্ত্বাবধানে,
রজস্বঃলা ভূমিতে লাঙল চালিয়ে
সন্ধানে বারবার, দিতে পারেনি
মন রক্তাক্ত আঘাত ছাড়া আর
কোন উপহার---চল ফিরে .....খাঁচায়।
0 মন্তব্যসমূহ