লিখেছেন দীপাঞ্জন ভট্টাচার্য
কান্নার কোন প্রতিশব্দ হয় না
একা একা কান্না কেও ফিরেও দেখেনা
তোমাকে বার বার বলেছিলাম কেঁদো না
কি হবে কেঁদে
তোমার কান্নায় কি দেশ বদলাবে
নাকি রাজনীতির কারবারি রা
চোরি চোরি চুপকে চুপকে
বন্ধ করে মহাত্মা হয়ে যাবে
কান্নার কোন প্রতিশব্দ হয় না
এখন সে আর কাঁদে না
সে এখন ঝগড়ায় মত্ত
তার এখন মূল উদ্দেশ্য কি করে
আমাকে ছোট করা যায়
সে এখন আর দেশ এর কথা ভাবে না
কান্নার প্রতিশব্দ হয় তো
সে একদিন বের করবে
শুধু ঝগড়া করতে করতে
একা একা কান্না কেও ফিরেও দেখেনা
তোমাকে বার বার বলেছিলাম কেঁদো না
কি হবে কেঁদে
তোমার কান্নায় কি দেশ বদলাবে
নাকি রাজনীতির কারবারি রা
চোরি চোরি চুপকে চুপকে
বন্ধ করে মহাত্মা হয়ে যাবে
কান্নার কোন প্রতিশব্দ হয় না
এখন সে আর কাঁদে না
সে এখন ঝগড়ায় মত্ত
তার এখন মূল উদ্দেশ্য কি করে
আমাকে ছোট করা যায়
সে এখন আর দেশ এর কথা ভাবে না
কান্নার প্রতিশব্দ হয় তো
সে একদিন বের করবে
শুধু ঝগড়া করতে করতে
0 মন্তব্যসমূহ