(কবি হারাধন বৈরাগীর ছবি দেখে)
পাখি আর মানুষে তফাত এখানেই।
পাখিদের, মনুষ্য শ্মশান নেইতো চেনা।
আধপোড়া কাঠ জানে ভাসাতে অপারগ
নেংটো নদীটির জলে।
ভেসে যাওয়া চিতাফেরৎ
আধজ্বলা শিমূল কাঠে বসে,
বসে ডাকে গোলবৃত্তীয় আকাশ-টিপে তাকিয়ে--
মর্মপোড়াশিষ তবু উঠে আসে,
নদ-লাগুয়া নাগুণন ধোঁয়া ধোঁয়া স্মৃতিবাড়ি ছুঁয়ে।
0 মন্তব্যসমূহ