পালন করেছি আবদার অক্ষরে অক্ষরে
সেইদিন তুমি মানা করার পরে
দু কানে একসাথে শুনিনিকো আর ।
অনেক জায়গায় থাকতে পারতাম
একই সাথে একা আবার গাছেদের ক্লাসরুমে
কোথাও থাকিনি আমি, মাটির ভেতরকার
নকল মহাশূন্য ছাড়া ।
আধুনিক কবিতা আর কখনো লিখিনি
বোকার মত চিন্তাশীল সেজে থেকেছি
তবু তোমার মন ভরেনা সুরঞ্জন ?
তুমি কি ভেবেছ, তোমাকে ভালোবাসি ?
ভুল ভেবেছ, আমি ভালোবাসি সেই সুরঞ্জনকে
যে আমাকেও ভালোবাসে ।
0 মন্তব্যসমূহ