বৈধ অবৈধ সম্পর্কের মায়ায় জড়িয়ে যাচ্ছে চোখ
গলা ভার, ভার...
রোজ নিংড়ে নেওয়া স্মৃতি'র নির্যাস
মিশে গেছে কোষে, নিউক্লিয়াসে...
কেউ কেউ সমুদ্র তুলে আনে পা'য়ে, কেউ আবার
জন্ম খোঁজে আশ্লেষে -
সীমান্ত জুড়ে গড়িয়ে পড়ে নিঃশ্বাস, চোখ শুধু
প্রিয়জন খোঁজে লক্ষ কোটির ভিড়ে....
0 মন্তব্যসমূহ