এলোমেলো সবকিছু
লাগছে'তো ভালোরে-
কে'জানি কে জ্বেলে দিল,
অনাবিল আলোরে!!
কল্পে -গল্পে,
মায়াবী আলাপন-
রিমঝিম হিমহিম,
মধুময় জ্বালাতন!!
ছায়া হয়ে মায়া হয়ে,
সারাক্ষণ বয়যে-
উঁকি দিয়ে ঝুঁকি নিয়ে,
কতোকথা কয়যে!!
অনুরণে অনুখণে,
সুরে তালে লয়যে-
জানিনা সে কোনজন,
কোন দূরে রয়যে!!
জোটে কূল ফোটে ফুল,
সাদা বেলী গুচ্ছ-
তিতলী- মাইকেল,
সব অতি তুচ্ছ!!
কে'জানি কে কোন পুরে,
কোন দূরে করে বাস-
মন দিয়ে মন নিয়ে,
মন জমি করে চাষ!!!
0 মন্তব্যসমূহ